ছুটি নিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। পারিবারিক কারণে টেস্ট সফর শেষে শ্রীলঙ্কা থেকে সোজা উড়ে গেছেন তিনি ইংল্যান্ডে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি হোম ওয়ানডে সিরিজে থাকছেন না গিবসন।
গিবসনের পর ওয়ানডে সিরিজে টাইগার ক্রিকেটাররা পাচ্ছেন না ফিল্ডিং কোচ রায়ান কুককেও। তাকেও ছুটি দিয়েছে বিসিবি। অনাগত সন্তানকে স্বাগত জানাতে রায়ান ছুটি নিয়ে যাচ্ছেন স্ত্রীর কাছে।
সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার, ১১ মে দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরবেন রায়ান। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ২৩ মে। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে। ডে-নাইট ম্যাচ তিনটি হবে মিরপুরে।