আইপিএল খেলে ভারত থেকে বাংলাদেশে পা রেখে করোনা পরীক্ষায় ফের উত্তীর্ণ হলেন সাকিব আল হাসান। প্রথমবারের করোনা টেস্টেও বিশ্বসেরা এ অলরাউন্ডার নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন।
করোনার ছোবলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর বৃহস্পতিবার, ৬ মে বিকেলে মুস্তাফিজ ও তার স্ত্রীর সঙ্গে একই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফেরেন সাকিব। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে রাজধানীর গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে উঠেছেন এ ক্রিকেট সুপারস্টার।
সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে ১৪ দিন হোটেলবন্দী হয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে এ ক্রিকেট মহাতারকাকে। স্বাস্থ্য অধিদপ্তর এক্ষেত্রে কোনো ছাড় দিবে না।
১৪ দিনের কোয়ারেন্টিন শেষে সাকিব-মুস্তাফিজদের হোটেল বন্দীদশা থেকে মুক্তি মিলবে ২০ মে। তবে তার আগে দুজনকে অনুশীলনে ফেরানোর জন্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে এখন বিসিবি।
রোববার বিসিবি’র চিকিৎসক মঞ্জুর হোসাইন বলেন, ‘সাকিব আল হাসানের দুই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল প্রথম টেস্টের ফল আসার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। সেটার ফল আজ নেগেটিভ এসেছে।’