আগের দিন ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সুখবরটা এক দিনের বেশি স্থায়ী হলো না। এক পরই শনিবার, ৮ মে করোনায় পজিটিভ হলেন তিনিও। এবারের আইপিএলে এ পেসার খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এ নিয়ে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ সতীর্থ হিসেবে করোনায় আক্রান্ত হলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তার আগে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম সেইফার্টের। আর শুরুতে করোনায় আক্রান্ত হন কেকেআর’র স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ার।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় দল আট দিন থাকবে জৈব সুরক্ষা বলয়ে। যেটা শুরু হবে ২৫ মে থেকে। এখন আইসোলেশনে চিকিৎসা চলছে প্রসিদ্ধ কৃষ্ণার। চিকিৎসা শেষে দুইবার নেগেটিভ রিপোর্ট পেলেই ইংল্যান্ড সফরে যেতে পারবেন তিনি। অন্যথায় স্ট্যান্ডবাইয়ে থাকা কেউ তার জায়গাটা পূরণ করবেন।