আইপিএলে প্রথম বিদেশি হিসেবে করোনায় আক্রান্ত হন মাইক হাসি। পজিটিভ রিপোর্ট পেয়েই চেন্নাই সুপার কিংসের এ ব্যাটিং কোচ দিল্লিস্থ টিম হোটেলে চলে যান আইসোলেশনে।
পরে চিকিৎসা দেওয়ার জন্য হাসি ও চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চেন্নাইতে।
তিন দিনের চিকিৎসা শেষে করোনায় নেগেটিভ হয়েছেন সাবেক অজি ক্রিকেটার মাইক হাসি। করোনা নেগেটিভ রিপোর্ট পেলেও এখনই ভারত ছাড়তে পারছেন না হাসি। মালদ্বীপে অস্ট্রেলিয়ার বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে পারছেন না।
চেন্নাইতে আরও কয়েক দিন কোয়ারেন্টিনে থাকতে তাকে। কেননা দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ভারত ছাড়তে পারবেন সাবেক এ তারকা ব্যাটার।