আমিরাতে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 00:15:16

করোনার কারণে আইপিএল শেষ করা যায়নি ভারতের মাটিতে। মাঝপথেই থেমে গেছে আসরটি। তাই পাকিস্তান কোনো ঝুঁকি নিতে চায় না। নিজেদের ঘরের মাটিতে আয়োজন করতে চায় না পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশটা।

ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি অংশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজন করতে চাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ইতিমধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবও পাঠিয়েছে তারা। চলছে এখন আলোচনা। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পিএসএলের বাকি অংশ ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল করাচিতে। এখন টুর্নামেন্ট আমিরাতে চলে গেলে সূচিটাও পাল্টে যাবে। বাকি রয়েছে টুর্নামেন্টের ২০টি ম্যাচ।

গত ২০ ফেব্রুয়ারি পর্দা উঠে পিএসএলের। ১৪টি ম্যাচ খেলার পর করোনার ছোবলে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য আসরটি স্থগিত হয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর