মালদ্বীপ হয়ে ভারত থেকে ইংল্যান্ড যাচ্ছেন কেন উইলিয়ামসন। তার সফর সঙ্গী হচ্ছেন নিউজিল্যান্ডের আরও কয়েকজন ক্রিকেটার। লক্ষ্য তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা।
তবে তার আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেজন্য উইলিয়ামসনদের আগেভাগে ইংল্যান্ডে যাওয়ার তাড়া।
কিন্তু তাদের সঙ্গে যাচ্ছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডে না গিয়ে তিনি যাবেন জন্মভূমি নিউজিল্যান্ডে। কোয়ারেন্টিন শেষে ছুটি নিয়ে সময় কাটাবেন পরিবারের সঙ্গে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তার ছুটি মঞ্জুর করেছে।
২ জুন থেকে মাঠে গড়তে যাওয়া সিরিজের প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ রয়েছে বোল্টের সামনে। তবে সে সম্ভাবনা খুবই ক্ষীণ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেললেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিবেন বোল্ট। ১৮ জুন থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।