মেয়ার্স-বোনারকে রেখেই ক্যারিবিয়ানদের কেন্দ্রীয় চুক্তি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 07:47:14

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে অগ্রণী ভূমিকা রেখেছিলেন কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনার। তাদের সেই বিরোচিত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার ক্যারিবিয়ান এই দুই ক্রিকেটার। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিলেন মেয়ার্স ও বোনার। 

২০২১-২২ মৌসুমের জন্য ১৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোশুয়া দা সিলভা আর বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া লাল ও সাদা বলের উভয় ধরনের চুক্তিতে আছেন কেবল অলরাউন্ডার জেসন হোল্ডার। 

তবে চুক্তি থেকে বাদ পড়েছেন রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, ওশান টমাস, শেলডন কটরেল ও শেন ডাওরিচ। 

লাল বলের চুক্তি: ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, রাকিম কর্নওয়াল, জোশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মেয়ার্স, কেমার রোচ ও জেসন হোল্ডার। 

সাদা বলের চুক্তি: কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, শাই হোপ, আকিল হোসেন, এভিন লুইস, আলজারি জোসেফ, নিকোলাস পুরান, হেডেন ওয়ালশ জুনিয়র ও জেসন হোল্ডার।

এ সম্পর্কিত আরও খবর