গত রোববার মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচটি হয়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেই ম্যাচে অ্যাক্রেডিটেশন কার্ড নকল করে ঢুকে পড়েছিলাম দুইজন।
দিল্লি পুলিশ তাদের জুয়াড়ি সন্দেহে আটক করেছে। হাজতে পাঠিয়েছে পাঁচ দিনের জন্য। তারা ঢুকে পড়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামের ভিআইপি বক্সে। ভারতের দন্ডবিধি ও মহামারি রোগ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
স্বাস্থ্যবিধি ও করোনা প্রটোকল ভেঙ্গে দুজন কিভাবে স্টেডিয়ামে ঢুকে পড়েছে তাই নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন।
পুলিশ তাদের পরিচয় জানিয়েছে। একজন স্বরূপনগরের কৃষ্ণান গার্গ। অন্যজন পাঞ্জাবের ঝালান্দারের মনিশ কানসাল।
অরুণ জেটলি স্টেডিয়ামে পরিচ্ছন্নতাকর্মীর ছদ্মবেশে ঢুকে পড়েছিল আরও এক জুয়াড়ি। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এটা কোন ম্যাচের ঘটনা তা জানা যায়নি।
আইসিসি'র দুর্নীতি দমন ইউনিটের (আকসু) এক কর্মকর্তা তাকে প্রায় ধরেই ফেলেছিল। দুটি মোবাইল ফোন রেখে পালিয়ে গেছে সে। এ নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দিয়েছে আকসু। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।