শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। আজ মঙ্গলবার, ৪ মে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকায় পা রেখেছেন মমিনুল হক-তামিম ইকবালরা। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হার মেনেছে দেশের ক্রিকেটাররা।
টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা পৌঁছেই করোনা টেস্টে উত্তীর্ণ হয়ে চলেন যান সাত দিনের কোয়ারেন্টিনে।
ফেরার আগে শ্রীলঙ্কা থেকে মুশফিকরা করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সে কারণে নিজের ঘরে কোয়ারেন্টিনে থাকতে পারবেন ক্রিকেটাররা। তবে নিয়ম মেনে তিনদিন রুমবন্দী থাকতে হবে তাদের।
সামনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের হোম ওয়ানডে সিরিজ। তাই বিশ্রামের খুব একা সুযোগ মিলছে না টাইগারদের। তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে ৭ মে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে হবে তাদের। ঈদের আগে ৯ মে পর্যন্ত চলবে অনুশীলন। এরপর ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটি।
ওয়ানডে সিরিজটি সামনে রেখে ইতোমধ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্পও ইতোমধ্যে শুরু হয়েছে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।