৩৯ রান নিয়ে জয়াবিক্রমের বলে বিদায় নিয়েছেন মেহেদী হাসান মিরাজও। আর রমেশ মেন্ডিস ফেরান তাসকিন আহমেদকে। ৭ রান নিয়ে রমেশের বলে দিমুথ করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ তারকা টাইগার পেসার।
তার আগে লিটন দাসের পর বিদায় নেন তাইজুল ইসলাম। বক্তিগত ২ রান নিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার বলে নিরোশান ডিকভেলার হাতে ধরা পড়েন এ টাইগার স্পিনার।
পঞ্চম ও শেষ দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটিং লাইন–আপে আঘাত করেন প্রবীণ জয়াবিক্রম। বিদায় করে দিয়েছেন লিটন দাসকে। ১৭ রান করে জয়াবিক্রমের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২২৭ রান। উইকেটে আছেন শরিফুল ইসলাম। টাইগাররা এখনো ২১০ রানে পিছিয়ে।
তার আগে ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ১৪ রান নিয়ে নতুন দিনে মাঠে নামেন লিটন দাস। আর ৪ রান নিয়ে দিন শুরু করেন মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৫১ রানে। পরে ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ক্যাপ্টেন দিমুথ করুনারত্নের দল।