তৃতীয় দিনের শুরুতেই রমেশ মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। রমেশের উইকেট হারিয়েই ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এ দিন ৩.৩ ওভার মোকাবেলা করে লঙ্কানদের দলীয় স্কোরে যোগ হয়েছে মাত্র ২৪ রান। আর পুরো ইনিংস জুড়ে ১২৭ রান খরচায় তাসকিন শিকার করলেন ৪ উইকেট। টেস্টে এটাই তার ক্যারিয়া সেরা বোলিং ফিগার।
৩৩ রান নিয়ে তাসকিনের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে নিজের উইকেটটি হারান রমেশ। ১১১ রানে থামে ডিকভেলা-রমেশের সপ্তম উইকেটের পার্টনারশিপ। ৭২ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৭৭* রানের দুর্বার এক ইনিংস নিয়ে অপরাজিত থেকে যান নিরোশান ডিকভেলা। বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। লঙ্কানদের পুরো প্রথম ইনিংসে ডিকভেলাই কেবল একটি ছক্কা হাঁকিয়েছেন। অন্য কোনো ব্যাটসম্যান ওভার বাউন্ডারির স্বাদ পাননি। লাহিরু থিরিমান্নে ১৪০, দিমুথ করুনারত্নে ১১৮ এবং ওশাদা ফার্নান্ডো ৮১ রান এনে দেন।
দ্বিতীয় দিনের শেষ সেশনের পুরোটা খেলা যায়নি। আলোর স্বল্পতার কারণে খেলা শেষ হয়ে ২৪.১ ওভার আগেই। এ জন্য শনিবার, ১ মে ১৫ মিনিট আগেই খেলা শুরু হয়।
৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলা ৬৪ ও রমেশ মেন্ডিশ ২২ রান দিয়ে নতুন দিনে মাঠে নামেন। তৃতীয় দিন ডিকভেলার ব্যাট থেকে আসে ১৩ রান। আর রমেশ দলীয় স্কোরে যোগ করেন ১১ রান।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৩/৭ ডি., ১৫৯.২ ওভার (থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ওশাদা ৮১, ডিকভেলা ৭৭*, রমেশ ৩৩ ও নিসানকা ৩০; তাসকিন ৪/১২৭, তাইজুল ৮৩/১, শরিফুল ১/৯১ ও মিরাজ ১/১১৮)।