করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত। চিকিৎসা সেবা দেওয়াই এখন কঠিন হয়ে পড়েছে। অক্সিজেনের অভাবটা তো দিন দিন বেড়েই চলেছে। দেশের মানুষের এমন বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার। করোনা আক্রান্তদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে এক কোটি রুপি সহায়তা করেছেন ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার।
‘মিশন অক্সিজেন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে এই আর্থিক সহায়তা দিয়েছেন লিটল মাস্টার। সংস্থাটি চীন থেকে আনছে ৩৬৫টি অক্সিজেন কনসেনট্রেটর।
এখনো পর্যন্ত ১৫ হাজার সমর্থকদের কাছ থেকে ২২ লাখ ৬০ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছে মানবিক এ প্রতিষ্ঠান।
মানবিক সহায়তা নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন শিখর ধাওয়ানও। ভারতীয় এই সিনিয়র ক্রিকেটার দান করেছেন ২০ লাখ রুপি। তার এই অর্থ সাহায্য যাচ্ছে ‘অক্সিজেন মিশন’এ। সঙ্গে ম্যাচ শেষে ব্যক্তিগত পারফরম্যান্সের সব প্রাইজমানিও তিনি দান করবেন অক্সিজেনের জন্য।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর তহবিল ‘পিএম কেয়ার্স ফান্ড’এ ৫০ হাজার ইউএস ডলার দান করেছেন ক্রিকেট মেগাস্টার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার সাবেক গতির তারকা ব্রেট লি অক্সিজেন কেনার জন্য দান করেছেন এক বিট কয়েন। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৭ লাখ টাকা।