আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আয়োজক দেশটির বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহ। সেক্ষেত্রে দেশটিতে টুর্নামেন্টটি নাও হতে পারে।
করোনা পরিস্থিতির বাস্তবতার কথা মাথায় রেখেই আইসিসি আগেই জানিয়ে রেখেছিল যে, তাদের মাথায় বিকল্প পরিকল্পনা রয়েছে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানাল, তাদের বিকল্প পরিকল্পনার কথা।
দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা না গেলে ভারত টুর্নামেন্ট আয়োজন করতে চায় সংযুক্ত আরব আমিরাতে। এমন বিকল্প ভাবনা নিয়েই এগিয়ে যাচ্ছে এখন বিসিসিআই।
তবে আয়োজন যেখানেই হোক না আসরের আয়োজক থাকবে ভারতই। বিশ্বকাপ অন্য যে দেশেই হোক না কেন। টুর্নামেন্টটি আয়োজন করবে বিসিসিআই। এমন খবর দিয়েছেন বোর্ডের গেম ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা।