দ্বিতীয় টেস্টেও উইকেট ব্যাটসম্যানদের সহায়তা করছে। তবে প্রথম ম্যাচে টানা পাঁচ দিন ব্যাটিং বান্ধব থাকলেও সিরিজের শেষ ম্যাচে সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। দিমুথ করুনারত্নে এমনটাই মনে করছেন। শেষ পর্যায়ে উইকেটের সাহায্য পেতে পারেন স্পিনাররা। ব্যাপারটা মাথায় রেখে প্রথম ইনিংসেই বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশকে রান চাপায় ফেলতে চান শ্রীলঙ্কান অধিনায়ক।
বাংলাদেশের বোলাররা প্রথম দিনে ৯০ ওভারে উইকেট নিয়েছেন মাত্র একটি। এমন উইকেটে বোলিংয়ে ভালো করাটাই কঠিন। এটা শুধু টাইগারদের জন্যই নয়। শ্রীলঙ্কান বোলারদের সামনেও একই সমস্যা এসে দাঁড়াতে পারে। তাই বোলাদের লড়াই করার সুযোগ দিতে বিশাল অঙ্কের পুঁজি চান করনারত্নে।
প্রথম দিনের খেলা শেষে লঙ্কান ক্যাপ্টেন করুনারত্নে বলেন, ‘বোলিংয়ের জন্য উইকেটে কোনো রকমের সহায়তা নেই। ম্যাচের শেষ দিকে স্পিনাররা কিছুটা হলেও উইকেট থেকে সহায়তা পেতে পারেন। সেজন্য যতটা সম্ভব বেশি রান সংগ্রহ করতে হবে আমাদের। লক্ষ্য এখন ৬০০ রান। এটা হলে বোলারদের লড়াইয়ের জন্য আমরা একটা পুঁজি দাঁড় করাতে পারব।’
দাপুটে ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। তবে ২০৯ রানে থামে তাদের উদ্বোধনী পার্টনারশিপ। দুজনের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ২৯১ রান। ওপেনার লাহিরু থিরিমান্নে ২৫৩ বলে ১৪ বাউন্ডারিতে ১৩১* রানের দাপুটে এক ইনিংস খেলে ব্যাটিং করে চলেছেন।
তবে অভিষিক্ত বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ধরা পড়েন প্রথম দিন দিমুথ করুনারত্নে। ১৯০ বলে ১৫ বাউন্ডারিতে ১১৮ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার। প্রথম টেস্টে তিনি খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস।