শাহিন-হাসান তোপে অল্পতে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 09:50:35

হারারে স্পোর্টস ক্লাবে বল হাতে দ্যুতি ছড়ালেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে পেস বলে তোপ দাগিয়েছেন হাসান আলিও। দুজনের বিধ্বংস বোলিংয়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৭৬ রানে।

জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপের ধ্বংসস্তূপের মাঝে আলো জ্বেলেছেন কেবল রয় কাইয়া। তবে দুই রানের জন্য মিস করেন তিনি হাফ-সেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে হাসান আলির এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরেন কাইয়া।

ডোনাল্ড টিরিপানো ২৮* রানে অপরাজিত থেকে যান। তার সঙ্গে ২৭ রান এনে দেন মিল্টন শামবা। শাহিন শাহ ও হাসান আলী ৪টি করে উইকেট নেন। দুজনে রান খরচ করেন যথাক্রমে ৪৩ ও ৫৩।

প্রথম দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮৮ সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। ওপেনার আবিদ আলি ৪৯ * রানে উইকেটে রয়েছন। তাকে সঙ্গ দিচ্ছেন আরেক ওপেনার ইমরান বাট। তার পুঁজি ৩৫*।

টস জিতে প্রথমে ব্যাট হাতে মাঠে নামার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন ব্রেন্ডন টেলর।

ম্যাচের প্রথম দিন ল্যাংটন রুসেরে নতুন ইতিহাস লিখেছেন। প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে কোনো টেস্ট ম্যাচে আম্পায়ারিং করলেন ৩৫ বছর বয়সী এই জিম্বাবুইয়ান। 

এ সম্পর্কিত আরও খবর