করুনারত্নের পর শতক পেলেন থিরিমান্নে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 21:01:29

করুনারত্নের পর সেঞ্চুরি হাঁকালেন ওপেনার লাহিরু থিরিমান্নে। ২১২ বলে ১১ বাউন্ডারিতে ১০২* রানের দাপুটে এক ইনিংস খেলে ব্যাটিং করে চলেছেন তিনি। ওয়ান ডাউনে নামা তার সঙ্গী ওশাদা ফার্নান্ডো ১১* রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে চলেছেন।

সকালের সেশনে টাইগার বোলাররা লঙ্কানদের যে চাপে রেখেছিলেন। পরিস্থিতি পাল্টে গেছে। এখন করুনারত্নে ও থিরিমান্নের দাপুটে দুই সেঞ্চুরিতে উল্টো চাপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শত চেষ্টা করেও আর কোনো উইকেট পাচ্ছেন না নিরুপায় টাইগার বোলাররা। এক উইকেটেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ২৩৩ রান।

তার আগে বাংলাদেশের অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম লাল-সবুজের প্রতিনিধিদের জন্য ব্রেক থ্রু এনে দেন। শিকার করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। বিদায় করে দেন সেঞ্চুরিয়ান দিমুথ করুনারন্তেকে।

শরিফুলের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ধরা পড়েন করুনারত্নে। তার আগে ১৯০ বলে ১৫ বাউন্ডারিতে ১১৮ রানে দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ তারকা। প্রথম টেস্টে তিনি খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস।

অথচ ২০তম ওভারে তাসকিন আহমেদের শেষ বলে করুনারত্নে ফিরতে পারত ব্যক্তিগত ২৮ রানের মাথায়। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। ফিল্ডার নাজমুল হোসেন শান্ত সেই সহজ ক্যাচটা ফেলে দেন। 

২০২১ সালে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন থিরিমান্নে (৬২৫ রান, ব্যাটিং চলমান)। ৫৫৮ রান নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন করুনারত্নে। ৭৯৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার আগে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেলেন পাঁচ হাজার রানের মাইলফলক।

নতুন এক রেকর্ড গড়েছে দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে জুটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ওপেনিংয়ে ৬৮৪ রানের সর্বোচ্চ পার্টনারশিপের কীর্তি এখন তাদের দখলে। তাদের পরেই ৫২৮ রানের দ্বিতীয় সেরা পার্টনারশিপ নিউজিল্যান্ডের ব্লান্ডেল-লাথামের।

তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাই শুরুতে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর