সকালে খেলার শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ। তাই রান তোলায় কোনো তাড়াহুড়ো করেনি দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় নিয়ে দেখে শুনে খেলতে থাকেন দুজনে।
কিন্তু মধ্যাহ্নভোজ বিরতির পর টাইগারদের বোলিং আক্রমণের ধার খানিকটা কমতেই রানের চাকার গতির বাড়িয়ে দিয়েছেন লঙ্কান দুই ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন দাপুটে দুটি ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৪ রান তুলেছে স্বাগতিকরা। ৬০* রান নিয়ে ক্রিজে আছেন এখন করুনারত্নে। তাকে সঙ্গ দিচ্ছেন লাহিরু থিরিমান্নে। এ উদ্বোধনী ব্যাটারের সংগ্রহ ৫২* রান। ২০২১ সালে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন থিরিমান্নে (৫৭০ রান, ব্যাটিং চলমান)। ৭৯৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।
তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাই শুরুতে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। দল থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। তার বদলে টেস্ট একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। ফলে শ্রীলঙ্কা সফরেই লাল বলের অভিষেকটা হয়ে গেছে এ তরুণ পেসারের।
লঙ্কান একাদশ থেকে বাদ পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর প্রথম টেস্টের মাঝ পথে মাঠের লড়াই থেকে ছিটকে গেছেন লাহিরু কুমারা। এই সুযোগে টেস্টে অভিষেক হচ্ছে প্রবীণ জয়াবিক্রমের। স্বাগতিকরা বাড়তি একজন অফ-স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিসকে নিয়ে মাঠে নামছে।
প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের উইকেটটা একটু ভিন্ন। আগের ম্যাচের পিচের চেয়ে এই ম্যাচের পিচে সবুজ ঘাম কম।