নতুন এক রেকর্ড গড়েছে দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে জুটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ওপেনিংয়ে ৫৪১ রানের (মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত) সর্বোচ্চ পার্টনারশিপের কীর্তি এখন তাদের দখলে। তাদের পরেই ৫২৮ রানের দ্বিতীয় সেরা পার্টনারশিপ নিউজিল্যান্ডের ব্লান্ডেল-লাথামের।
রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের (৬৯.১৬) পর দ্বিতীয় সেরা ওপেনিং গড় এখন তাদের। ৫৪১ রানের পার্টনারশিপে করুনারত্নে-থিরিমান্নের ব্যাটিং গড় এখন ৬৭.৬২।
তার আগে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেলেন পাঁচ হাজার রানের মাইলফলক।
শ্রীলঙ্কার দশম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁলেন লঙ্কান ক্যাপ্টেন করুনারত্নে। সক্রিয় ব্যাটারদের মধ্যে তিনি দ্বিতীয়। তার আগে পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন সাবেক ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনিও খেলছেন এ ম্যাচে।
মাইলফলক থেকে মাত্র আট রান দূরে থেকে ব্যাট হাতে মাঠে নামেন করুনারত্নে (৪৯৯২ রান)। ১১তম ওভারে অভিষিক্ত টাইগার পেসার শরিফুল ইসলামের পঞ্চম বলে এক রান নিয়েই এই কীর্তিতে নিজের নাম লেখান এ তারকা ওপেনার।
পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে সুস্থেই ব্যাটিং চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে স্বাগতিকরা। ৩২* রান নিয়ে ক্রিজে আছেন এখন করুনারত্নে। তাকে সঙ্গ দিচ্ছেন লাহিরু থিরিমান্নে। এ উদ্বোধনী ব্যাটারের সংগ্রহও এখন সমান ৩২*।
তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাই শুরুতে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।