শ্রীলঙ্কায় সিরিজ জিততে চাই: কোচ ডমিঙ্গো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 14:30:42

দাপুটে ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা। ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররাও। কিন্তু ব্যাটিং বান্ধব পিচে বোলাররা হয়েছেন নাস্তানাবুদ। তাই পাল্লেকেলেতে প্রথম টেস্টে অবিশ্বাস্য কিছু ঘটেনি। জয় পায়নি কোনো দলই। ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ–শ্রীলঙ্কাকে।

বিগত টেস্ট সিরিজে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণে অনেকে এই ড্র’কেই দেখছেন ইতিবাচক দিক হিসেবে। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের কোচ রাসেল ডমিঙ্গো এটা মানতে পারছেন না। ড্র করে আত্মতৃপ্তিতে ভুগতে চাইছেন না। বরং তার চাই জয়। আগামীকাল বৃহস্পতিবার, ২৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকান এই কোচের দৃষ্টি কেবল জয়ে। শুধু ম্যাচই নয়। জিততে চান টেস্ট সিরিজও।

সিরিজের শেষ টেস্টে মাঠে নামার আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ জানালেন সেই কথাই, ‘ড্র টেস্টকে সাফল্য হিসেবে দেখা হতাশা ছাড়া আর কি। এখানে টেস্ট ড্র করতে আসিনি। টেস্ট হারতে চাই না। আমাদের মানসিকতা পাল্টাতে হবে। আমাদের জেতার জন্য খেলতে হবে। ড্রতে খুশি হলে চলবে না। আমি ছয়-সাতটা টেস্টে দলের সঙ্গে আছি। দলের সংস্কৃতি এখন একটু বুঝি। জানি কোথায় উন্নতি দরকার। বিশেষ করে টেস্ট ক্রিকেটে মানসিকতার জায়গাটাতে উন্নতি প্রয়োজন।’

টেস্ট হারের ভয় জয় করতে হবে। মাঠে নামতে হবে জেতার লক্ষ্য নিয়ে। ডমিঙ্গোর মতে এজন্য কিছুটা সময় লাগবে টাইগারদের, ‘অনেক দূর যেতে হবে। এখনো মাঝে টেস্ট হারার ভয় কাজ করে। এই বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জেতার জন্য খেলতে হবে। মানসিকতায় পরিবর্তন আনতে সময় লাগবে। আমরা যদি মানসিকতা না পাল্টাই, তাহলে মাঝামাঝি মানের রেজাল্টে খুশি থাকতে হবে। আমি এমনটা চাই না।’

মাঠের লড়াইয়ে টাইগার ক্রিকেটাররা

বাংলাদেশকে নিয়ে সামনে আগাতে চান প্রধান কোচ। দলকে এমন ভাবে গড়তে চান যেন তারা জয়ের জন্যই মাঠে নামে, ‘দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যেন তারা জেতার জন্য খেলে। কঠিন কন্ডিশনে আগে ব্যাট করতে চাই। ইনিংস ঘোষণা করতে চাই। যাতে প্রতিপক্ষকে আউট করার সুযোগ থাকে। ভালো টেস্ট জাতি হওয়ার জন্য এমন পরিবর্তনই দরকার।’

অমীমাংসিত থেকে গেছে প্রথম টেস্ট। যেকারণে দ্বিতীয় টেস্টটা এখন অলিখিত ফাইনাল। লড়াই যত কঠিনই হোক না কেন এই টেস্টে জয়ই ডমিঙ্গোর একমাত্র লক্ষ্য, ‘আমরা সিরিজ জেতার চেষ্টা করতে চাই। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতলে সেটা বড় অর্জন হবে বাংলাদেশ জন্য। দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার লক্ষ্য এখন আমাদের। এ জন্য পাঁচটা দিনই ভালো খেলতে হবে। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারানো কষ্টকর। কিন্তু তারপরও আমাদের লক্ষ্য ম্যাচটা ভালোভাবে শুরু করে সেশন ধরে ধরে খেলা।’

সাকিবের অভাবটা মনে করিয়ে দিলেন ডমিঙ্গো, ‘সাকিব থাকলে আমরা সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম। সাকিবের ওভারগুলো বাড়তি কাজে দিত। কিন্তু এখন এই সুবিধাটা না থাকায় আমাদের সাহসী হতে হবে। পাঁচ বোলার নিয়ে খেলতে হবে যেন তারা ২০ উইকেট এনে দিতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর