অসাধারণ এক রেকর্ড করেছেন এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলের ইতিহাসে বলের হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের নতুন মাইলফলকে পৌঁছেছেন এই ক্রিকেট সুপারস্টার।
৩২৮৮ বলে দ্রুততম পাঁচ হাজার রানের নতুন এই কীর্তি গড়ে ডি ভিলিয়ার্স ভেঙে দেন ডেভিড ওয়ার্নারের আগের রেকর্ডটি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রেকর্ডটি করে ছিলেন ৩৫৪৪ বলে।
তবে ইনিংসের হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ডের মালিক এখনো ওয়ার্নারই। তার লেগেছিল ১৩৫ ইনিংস। প্রোটিয়া তারকা খরচ করলেন ১৬১ ইনিংস।
ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে পাঁচ হাজার রান করলেন ডি ভিলিয়ার্স। বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও স্পর্শ করেছেন এই মাইলফলক। তবে ৬০৪১ রান নিয়ে সবার শীর্ষে এখন কোহলি।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মঙ্গলবার, ২৭ এপ্রিল মাইলফলকটি হতে মাত্র ২২ রানে পিছিয়ে থেকে মাঠে নামেন ডি ভিলিয়ার্স। পরে ৪২ বলে তিন বাউন্ডারি ও পাঁচ ছক্কায় হার না মানা ৭৫* রানের অনন্য এক ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান এ খেলোয়াড়। সব মিলিয়ে তার সংগ্রহ এখন ৫০৫৩ রান। ম্যাচ সেরা ডি ভিলিয়ার্সের দল আরসিবি (১৭১/৫) নাটকীয়ভাবে মাত্র এক রানে হারিয়ে দিয়েছে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে (১৭০/৪)।