করোনা মহামারিতে শিশুদের রুটিন টিকাদান ব্যাহত হচ্ছে। এতে করে শিশুদের মধ্যে প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি বেড়েই চলেছে। যে কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ২৪ এপ্রিল থেকে ‘টিকা আমাদের মাঝে দূরত্ব কমায়’ স্লোগান নিয়ে শুরু হয়েছে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২১। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে এই কার্যক্রম। শিশুদের নিয়মিত টিকা প্রদানের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ। তাদের এই মহতী উদ্যোগে সামিল হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
শিশুদের টিকা দিতে সবাইকে উদ্বুদ্ধ করতে ক্রিকেট সুপারস্টার সাকিব স্ত্রী ও কন্যাদের সঙ্গে তোলা নিজের একটি ছবি দিয়ে ফেসবুক স্ট্যাটাসে জানান, টিকা আপনজন ও দেশকে মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক বলেন, প্রিয়জন ও পুরো পৃথিবীকে মারাত্মক রোগ থেকে রক্ষা করবে টিকা।
ক্রিকেট দুনিয়ার মহাতারকা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘টিকা আমাকে, আমার সন্তানদের, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে।’
করোনা প্রতিরোধী টিকা নিয়ে সাকিব বলেন, ‘যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে।
শিশুদের টিকা দেওয়ার আহ্বানও জানান সাকিব, ‘এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের সাথে আপনিও যোগ দিন।’
টিকা আমাকে, আমার সন্তানদের, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন...
Posted by Shakib Al Hasan on Monday, April 26, 2021
বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসমান ও ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক তনয় মায়ানের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমাকে, আমার সন্তানকে এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা।’
মুশফিক সঙ্গে যোগ করেন, ‘তাই এই বিশ্ব টিকাদান সপ্তাহে, ইউনিসেফের জরুরি আহ্বানে সাড়া দিন: আপনার এবং আপনার শিশুর সময় মতো টিকা নিশ্চিত করে নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।’
আমাকে, আমার সন্তানকে এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতন মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা। তাই এই বিশ্ব...
Posted by Mushfiqur Rahim on Monday, April 26, 2021