ড্র করে করেই টেস্ট জিততে শিখবে বাংলাদেশ: সুজন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 09:48:49

প্রথম টেস্টে জয় ধরা দেয়নি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ ড্র মেনে নিতে হয়েছে। ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়ার পরও খুশি লঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। এ ম্যাচেও তিনি ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেয়েছেন। বিশেষ করে ব্যাটসম্যানদের দুরন্ত ব্যাটিং।

এমন দাপুটে পারফরম্যান্স বিসিবি পরিচালক সুজন নিয়মিত প্রত্যাশা করেন টাইগার ক্রিকেটারদের কাছ থেকে। তাতে জয় না আসলেও সমস্যা নেই। ড্র হলেই চলবে। এভাবে ড্র করতে করতেই লাল-সবুজের প্রতিনিধিরা এক দিন ঠিকই টেস্ট জিততে শিখে যাবে।

শ্রীলঙ্কা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেন, ‘নিজেদেরকে আমরা টেস্ট দল হিসেবে গড়তে পারি। এই ছেলেরাই তাদের গড়তে পারে। আমরা যদি এভাবে টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। একটা বছর যদি ড্র করতে পারি। ভালো ক্রিকেট খেলতে পারি। ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করে। তবে একটা সময় আমরা টেস্ট ম্যাচ জেতা শিখব ইনশাল্লাহ। নিয়মিত টেস্ট ম্যাচ জিতব। ধারাবাহিকতা আমাদের জন্য খুবই জরুরি।’

ব্যাটিং বান্ধব উইকেটে চলেছে ব্যাটারদের দাপট। বোলাররা হয়েছেন নাস্তানাবুদ। তাই দ্বিতীয় টেস্টে পেস বা স্পিন সহায়ক উইকেটই প্রত্যাশা করছেন সুজন, ‘এমন উইকেটে ফল পাওয়া কঠিন। পরের টেস্টে অন্য কিছু অপেক্ষা করছে। উইকেট না দেখে তা বলা যাবে না। সিমিং উইকেট হতে পারে। আবার স্পিনিং উইকেটও হতে পারে। তবে ফ্লাট উইকেট হবে না। কেননা শ্রীলঙ্কারও হয়তো বা পছন্দ হয়নি প্রথম টেস্টের উইকেটটা।’

ব্যাটসম্যানরা যে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন। পাল্লেকেলের দ্বিতীয় টেস্টেও চলবে টাইগারদের তেমন ব্যাটিং তাণ্ডব। শুধু তাই নয়, পরের টেস্ট সিরিজেও দেখা মিলবে এমন দুর্দান্ত ব্যাটিং। বিসিবি পরিচালক সুজনের প্রত্যাশা এখন এমনই, ‘ছেলেরা যেভাবে ব্যাট করেছে। তাতে আমি খুব খুশি। তামিমের দুটি ইনিংসই অসাধারণ ছিল। প্রথম ইনিংসের ৯০ রান তো ড্রেসিংরুমের আবহই পাল্টে দিয়েছে। চাপের মুখে শান্ত নিজেকে মেলে ধরেছে। প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে সে। তা নিঃসন্দেহে প্রশংসা প্রাপ্য। মুমিনুলকে নিয়ে বলা হতো দেশের বাইরে রান করতে পারে না। কিন্তু মুমিনুলও দুরন্ত ব্যাট করেছে। মুশফিক, লিটনও ভালো সাপোর্ট দিয়েছে। আমার বিশ্বাস, ব্যাটিংয়ের এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর