বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান লাহিরু কুমারা। সেই চোটই কাল হয়েছে তার জন্য। প্রথম টেস্টের বাকি অংশে আর খেলতে পারেননি। এবার দ্বিতীয় টেস্টেও দর্শক হয়ে গেছেন এ তারকা পেসার। শুধু লাহিরু কুমারাই নন। শ্রীলঙ্কার আরেক পেসার দিলশান মধুশঙ্কাও ইনজুরিতে পড়েছেন।
লাহিরু কুমারা ও দিলশান মধুশঙ্কা ছিটকে যাওয়ায় দলে প্রবেশ করতে যাচ্ছেন দুই নতুন সদস্য। নির্বাচকরা দলে ডেকেছেন চামিকা করুনারত্নে ও লক্ষ্মণ সন্দাকানকে দুজনেই মঙ্গলবার, ২৭ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন।
২৫ বছরের ফাস্ট বোলার চামিকা করুনারত্নে ও ২৯ বছরের বাঁ-হাতি স্পিনার লক্ষ্মণ সন্দাকান এখন কলম্বোতে রয়েছেন। তাদের দুজনের পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে। দলে যোগদানের আগে তাদের অ্যান্টিজেন টেস্ট করা হবে। স্বাস্থ্য সুরক্ষার সকল প্রটোকল মেনেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে।
২৪ বছরের ডানহাতি ফাস্ট বোলার লাহিরু কুমারের অবশ্য সার্জারির প্রয়োজন হবে না। পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেলেই ইনজুরি কাটিয়ে উঠতে পারবেন। এমনটি জানিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিলশান মধুশঙ্কাও খেলতে পারবেন না দ্বিতীয় টেস্ট। ২০ বছরের বাঁ-হাতি এ মিডিয়াম পেসার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।
মধুশঙ্কা অবশ্য প্রথম টেস্টের একাদশে ছিলেন না। প্রথম ম্যাচ শুরু হওয়ার দুই দিন আগে অনুশীলনে চোট পান তিনি।
সোমবার, ২৬ এপ্রিল লাহিরু কুমারা ও দিলশান মধুশঙ্কা দুজনেই টিম হোটেল ও জৈব সুরক্ষিত বলয় ছেড়ে ঘরে ফিরেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার, ২৯ এপ্রিল। ভেন্যু একই হলেও পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচটি হতে পারে অন্য কোনো পিচে। কেননা ব্যাটিং বান্ধব পিচে অবিশ্বাস্য কিছু ঘটেনি প্রথম টেস্টে। ব্যাটসম্যানদের দাপটে ম্যাচ শেষ হয় ড্র’য়ের হতাশা নিয়ে।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শনাকা, পাথুম নিসানকা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, সুরাঙ্গা লাকমাল, রোশেন সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবীণ জয়াবিক্রম, চামিকা করুনারত্নে, লক্ষ্মণ সন্দাকান ও আসিথা ফার্নান্ডো।