গেইলের এক ওভারে ৩৭ রানের রেকর্ড এখন জাদেজারও

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 14:53:58

চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজার হাতের ব্যাট যেন খোলা তলোয়ার। সেই তলোয়ার দিয়েই কচুকাটা করলেন ব্যাঙ্গালুরুর বোলার হার্শাল প্যাটেলের বল। বইয়ে দিলেন ছক্কার বৃষ্টি। অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে এক ওভারেই নিলেন ৩৭ রান। তার ধ্বংসাত্মক ব্যাটিংয়ে এক নো বল মিলিয়ে ইনিংসের শেষ ওভারের স্কোর দাঁড়ায় ৬-৬-৭-৬-২-৬-৪।

৬২* রানের হার না মানা দুর্বার এক ইনিংস গড়ার পথে জাদেজা ছুঁয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের রেকর্ড। ২০১১ সালে ব্যাঙ্গালুরুর হয়ে এক ওভারে ৩৭ রান নিয়ে আইপিএলে রেকর্ড গড়েছিলেন ইউনিভার্স বস। কচি টাস্কার্সের বিপক্ষে গড়া বিস্ফোরক এই ব্যাটসম্যানের সেই অনন্য কীর্তিটায় এবার ভাগ বসালেন জাদেজা।

টি-টোয়েন্টিতে এক ওভারে ৩৮ রানের রেকর্ডও রয়েছে। যার মালিক স্কট স্টাইরিস। কাউন্টি ক্রিকেটে জেমস পুলের সেই ওভারটি ছিল অবশ্য আট বলের।

শুধু দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সই দেখাননি জাদেজা। বল হাতেও ছড়িয়েছেন দ্যুতি। ৪ ওভারে ১৩ রানে শিকার করেন ৩ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে চেন্নাই সুপার কিংস ৫৯ রানে হারায় ক্যাপ্টেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

শুরুতে ব্যাটিংয়ে নেমে জাদেজা (৬২*)-ফাফ ডু প্লেসিসের (৫০) অর্ধ-শতকে ৪ উইকেট হারিয়ে ১৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২২ রান তুলতেই গুটিয়ে যায় কোহলিদের ইনিংস।

এ সম্পর্কিত আরও খবর