বৃষ্টির হানায় টাইগার-লঙ্কানদের খেলা বন্ধ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 07:33:11

বৃষ্টি হানা দিয়ে বসেছে পাল্লেকেলে স্টেডিয়ামে। যে কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের খেলা বন্ধ রয়েছে। বৃষ্টির বাগড়া দেওয়ায় চা বিরতির পর এখনো খেলা শুরু করা যায়নি।

৩৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ। অতিথিরা এখন মাত্র ৭ রানে পিছিয়ে। ৯৮ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় ৭৪* রান করে সেঞ্চুরির পথে রয়েছেন তামিম। ক্যাপ্টেন মুমিনুল হক ২৩ রান দিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন।

দুরন্ত ব্যাটিং ফর্মটা দ্বিতীয় ইনিংসেও বইয়ে নিয়ে গেছেন তামিম ইকবাল। বেশ দৃঢ়তার সঙ্গে শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে ব্যাট চালিয়ে যাচ্ছেন দেশ সেরা এ ওপেনার। সেই ব্যাটিং নৈপুণ্যে পেলেন দাপুটে এক হাফ-সেঞ্চুরি।

সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তবে তিনি বিদায় নেন শূন্য রানে। তবে নানার দেশ শ্রীলঙ্কার মাটিতে একেবারেই ব্যর্থ সাইফ হাসান। প্রথম ইনিংসে সাজঘরে ফিরেছিলেন শূন্য রানে। এবার দ্বিতীয় ইনিংস এ ওপেনারের ব্যাট থেকে এলো মাত্র এক রান। সুরঙ্গা লাকমলের বলে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ।

মধ্যাহ্নভোজ বিরতির পর আর ব্যাট হাতে মাঠে নামেনি লঙ্কানরা। ৮ উইকেটে ৬৪৮ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ১০৭ রানের লিড নিয়ে প্রথম ঘোষণা করে স্বাগতিকরা।

এ সম্পর্কিত আরও খবর