তাইজুল ইসলামের বাঁ-হাতের ঘূর্ণিতে এবার বিদায় নিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বোল্ড হওয়ার আগে সাবেক লঙ্কান এ ক্যাপ্টেন সংগ্রহ করেন ২৫ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে শ্রীলঙ্কার দলীয় স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৯৪ রান। ১৮৩ বলে ৮ বাউন্ডারিতে ৭৫* (ব্যাটিং) রানে ক্রিজে আছেন ওপেনার দিমুথ করুনারত্নে। এক রান দিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কা এখনো ৩৪৭ রানে পিছিয়ে।
তার আগে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে আঘাত করেন তাসকিন আহমেদ। তারকা এ পেসার বিদায় করে দেন ওয়ানডাউনে নামা লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্ডোকে। তাসকিনের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৪৩ বলে ৪ বাউন্ডারিতে ২০ রান করেন ওশাদা।
বাংলাদেশের রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমে জবাবটা ভালোই দিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। কিছুতেই যেন তাদের আউট করা যাচ্ছিল না। শেষে তাদের সাবধানী উদ্বোধনী জুটিতে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে এ তারকা স্পিনার সাজঘরে ফিরিয়ে দেন ওপেনার লাহিরু থিরিমান্নেকে। ১১৪ রানে ভাঙে স্বাগতিক লঙ্কানদের ওপেনিং পার্টনারশিপ। বিদায় নেওয়ার আগে ক্যান্ডির পাল্লেকেলেতে ফিফটি হাঁকান লাহিরু। ১২৫ বলে ৮ বাউন্ডারিতে খেলেন ৫৮ রানের ইনিংস।
প্রথম সেশনেই ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল (৯০) দশ রানের জন্য শতক মিস করলেও সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও ক্যাপ্টেন মুমিনুল হক (১২৭)। মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাস (৫০) অর্ধ-শতকের দেখা পান তৃতীয় দিন এসে।