চেন্নাই সুপার কিংসের কাছে ১৮ রানে হেরেছে সাকিব আল হাসান বিহীন কলকাতা। এ নিয়ে আইপিএলে চার ম্যাচে টানা তৃতীয়বারের মতো হারল কেকেআর। সাকিবকে বাইরে রেখে সুনীল নারিনকে নিয়ে একাদশ গড়েও লাভ হয়নি। হারের বৃত্তেই আটকে রইল শাহরুখ খানের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ফাফ ডু প্লেসিস ও ঋতুরাজ গাইকওয়াডের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটের বিনিময়ে ২২০ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে চেন্নাই।
৯৫ রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলেন ম্যাচ সেরা ডু প্লেসিস। ৬৪ রান যোগ করেন গাইকওয়াড।
লক্ষ্য তাড়া করতে নামতেই কলকাতার টপ অর্ডারে ধস নামিয়ে দেন বোলার দীপক চাহার ও লুঙ্গি এনগিডি। সেই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠার চেষ্টা করে মিডল-অর্ডার। কিন্তু কোনো লাভ হয়নি। ১৯.১ ওভারে ২০২ রানে থেমে যায় কলকাতার জয় ছিনিয়ে নেওয়ার মিশন।
প্যাট কামিন্স ৬৬ রানে অপরাজিত থেকেও কলকাতাকে জয় এনে দিতে পারেননি। তার সঙ্গে আন্দ্রে রাসেল ৫৪ ও দিনেশ কার্তিক ৪০ রান যোগ করেন দলীয় স্কোরে।
দীপক চাহার শিকার করেন ৪ উইকেট। লুঙ্গি এনগিডি নেন ৩ উইকেট।