মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তার পর বল হাতে জ্বললেন উসমান কাদির। দুজনের নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ম্যাচ সেরা রিজওয়ানের দুরন্ত অর্ধ-শতকের ওপর ভর করে ৭ উইকেটে ১৪৯ রানের লড়াকু পুঁজি গড়ে পাকিস্তান।
৬১ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় ৮২ রানের হার না মানা চমৎকার এক ইনিংস খেলেন রিজওয়ান। টি-টোয়েন্টিতে নিজের গত আট ইনিংসে পঞ্চমবারের মতো ৫০ বা তার অধিক রান পেলেন এ ওপেনার। তার সঙ্গে দানিশ আজিজ ১৫ এবং ফখর জামান ১৩ রান যোগ করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ক্রেইগ আরভিন। লুক জঙ্গে অপরাজিত থেকে যান ৩০* রানে। ২৯ রান যোগ করেন ওপেনার তিনাসে কামুনহুকামে।
পাকিস্তানের উসমান কাদির ২৯ রান খরচায় নেন ৩ উইকেট। দুটি উইকেট যায় মোহাম্মদ হাসনাইনের থলেতে।