ক্রিকেট দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ছিলেন দিলহারা লোকুহেত্তিগে। আইসিসি'র তদন্তে সেটা ধরাও পড়ে যায়। সেই অপরাধের শাস্তি পেলেন এবার। সব ধরনের ক্রিকেটে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই অলরাউন্ডার।
আইসিসি'র দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভাঙার দায়ে এই শাস্তি পেলেন দিলহারা।
দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ২০১৯ সালের ৩ এপ্রিল সাময়িকভাবে নিষিদ্ধ হন সাবেক পেসার দিলহারা। তার নিষেধাজ্ঞা শাস্তিটা ওই তারিখ থেকেই কার্যকর হবে।
২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে লঙ্কান দলের হয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন ৯ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা দিলহারা। আইসিসি এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০১৯ সালের নভেম্বর থেকে। দীর্ঘ তদন্তে দোষী সাব্যস্ত হন সাবেক এ শ্রীলঙ্কান ক্রিকেটার।
দিন কয়েক আগে ক্রিকেট দুর্নীতির জন্য আট বছর নিষিদ্ধ হন জিম্বাবুয়ের লিজেন্ড ক্রিকেটার হিথ স্ট্রিক।