পরিকল্পনা এখন সেশন বাই সেশন ভালো করা: শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:11:54

শ্রীলঙ্কার মাটিতে অনুশীলনটা ভালোই হচ্ছে টাইগারদের। দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে খেলায় মনোযোগী হয়েছে ক্রিকেটাররা। যার সুফলটা পাওয়া গেল প্রস্তুতি ম্যাচে। ব্যাটসম্যানদের ব্যাট থেকে হাসি ঝরল। পেলেন রান। অর্ধ-শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। দুই রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেছেন নুরুল হাসান সোহান।

প্রস্তুতি নিয়ে খুশি নাজমুল হোসেন শান্ত। গা গরমের ম্যাচের এই ব্যাটিং সাফল্যটা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচেও নিয়ে যেতে চান তিনি, ‘টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে প্রস্তুতি ভালোই হচ্ছে। যেটা করতে চেয়েছিলাম, ওই পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। এবং আশা করছি, এই শেপে যদি ব্যাটিং করতে পারি, টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রস্তুতির অংশ। শ্রীলঙ্কায় গরম বেশি। বিসিবি’র ভিডিও বার্তায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথাই জানালেন শান্ত, ‘কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো অবশ্যই চ্যালেঞ্জিং। তবে এটা নিয়ে খুব বেশি কথা বলে লাভ নেই। কারণ এই আবহাওয়ায় আমাদের খেলতে হবে। আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। আজকে খেললাম, আরেকটি দিন আছে। সব মিলিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

ব্যাটাররা ভালো করেছে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন একটির বেশি উইকেট পড়েনি। কিন্তু শুরুতে দাপট দেখিয়েছেন বোলাররাও। ২২ বছর বয়সী এ ব্যাটসম্যানের কাছে অন্তত তেমনটাই মনে হয়েছে, ‘শুরুতে বোলাররা ভালো বল করেছে। ২০-২৫ ওভার পর ব্যাটিংটা অনেক সহজ ছিল। আমরা যারা ব্যাট করেছি, খুব ভালো শেপে ব্যাট করেছি।’

টেস্ট মানেই ধৈর্য্যের পরীক্ষায়। এই পরীক্ষায় যারা উতরে যেতে পারবে সাফল্য তাদের হাতেই ধরা দিবে। বিষয়টা মাথায় রেখে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের লড়াইয়ে সেশন বাই সেশন ভালো করার পরিকল্পনা করেছেন শান্ত, ‘যারা যত ধৈর্য্য ও সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে, সফল হওয়ার সম্ভাবনা ওই টিমেরই বেশি থাকবে। অত লম্বা চিন্তা না করে, আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি, তাহলে আরেকটু সহজ হবে। পরিকল্পনা এটাই যে আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’

এ সম্পর্কিত আরও খবর