ওয়ানডে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড থেকে দেশে ফেরেন তামিম ইকবাল। পরিবারকে সময় দিতে চলে যান ছুটিতে। তাই জাতীয় ক্রিকেট লিগে দুটি রাউন্ড হলেও একটি ম্যাচও খেলা হয়নি তার। তবে তাই বলে লাল বলের ক্রিকেট ভুলে যাননি। ক্লান্তি দূর করে দীর্ঘতম সংস্করণের ক্রিকেটের জন্য নিজেকে ঠিকই শাণিয়ে রেখেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
তার প্রমাণটা শ্রীলঙ্কার মাটিতেই দিলেন তামিম। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে দুরন্ত এক অর্ধ-শতক হাঁকিয়ে। ৬৩ রানের দাপুটে এক ইসিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। সুবাদে প্রথম সেশন শেষে বিনা উইকেটে ১০০ রানের পুঁজি গড়েছে ক্যাপ্টেন তামিমের লাল দল।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ক্রিজে আছেন ২৩ রান নিয়ে। তাকে সঙ্গ দিতে ওয়ান ডাউনে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।
২১ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের লড়াই। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে খেলছে বাংলাদেশ। আজ শনিবার, ১৭ এপ্রিল সকালে দুই দিনের ম্যাচ খেলতে মাঠে নামে টাইগাররা।
আগে থেকেই কথা ছিল, করোনা সংক্রমণের ভয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আয়োজক শ্রীলঙ্কা দিবে না স্থানীয় কোনো দলও। যে কারণে নিজেদের মধ্যে খেলতে হচ্ছে অনুশীলন ম্যাচ। কিন্তু ২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
কিন্তু ম্যাচ খেলতে তো দরকার ২২ জন। বাকি একজনের শূন্যতা পূরণ করা হয়েছে সাপোর্টিং স্টাফের এক সদস্যকে দিয়ে।
গা গরমের ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বে লাল দল মুখোমুখি হয়েছে মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে। মাঠের লড়াইয়ে আগে ব্যাট হাতে নামে তামিম-মুশফিকরা। কাতুনায়েকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডের দুই দিনের এ প্রস্তুতি ম্যাচ শেষে ২১ জনের প্রাথমিক দল থেকে ১৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
মুমিনুলের সবুজ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
তামিমের লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ ও একজন সাপোর্ট স্টাফ।