ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক অনেক দিন ধরেই শীতল। হচ্ছে না দুই দেশের দ্বি-পাক্ষিক কোনো ক্রিকেট সিরিজ। এর মাঝে চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শঙ্কায় ছিল, ভারত সরকার আদৌ পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দিবে কিনা। তবে তাদের সেই শঙ্কা উবে গেছে। ভারতীয় সরকার চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দিতে রাজি হয়েছে।
বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলকে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। নাম প্রকাশ করতে অনিচ্ছুক বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের এক সদস্য এমনটি জানিয়েছেন।
তবে পাকিস্তানের ভক্তরা খেলা দেখতে ভারতে যাওয়ার ভিসা পাবে কিনা তার সমাধান এখনো হয়নি। তবে ব্যাপারটি খুব দ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন বোর্ডের ওই সদস্য।
এর আগে আইসিসি’কে নিশ্চয়তা দিয়েছিল বিসিসিআই, বিশ্বকাপের সময় পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দেবে সরকার। তার বাদেই এলো এই খবর।
ভারতের মাটিতে ৯ ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।