শ্রীলঙ্কায় চলছে মুমিনুল-তামিমদের অনুশীলন ম্যাচ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 12:41:22

২১ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার লাল বলের লড়াই। শুরু হচ্ছে প্রথম টেস্ট। কিন্তু তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। আজ শনিবার, ১৭ এপ্রিল সকালে দুই দিনের ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা।

আগে থেকেই কথা ছিল, শ্রীলঙ্কা নেট বোলার দিবে না। করোনা সংক্রমণের ভয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে দিবে না স্থানীয় কোনো দলও। যে কারণে নিজেদের মধ্যে খেলতে হচ্ছে অনুশীলন ম্যাচ। বিষয়টি মাথায় রেখেই ২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু ম্যাচ খেলতে তো দরকার ২২ জন। বাকি একজনের শূন্যতা পূরণ করা হয়েছে সাপোর্টিং স্টাফের এক সদস্যকে দিয়ে।

গা গরমের ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বে লাল দল মুখোমুখি হয়েছে মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে। মাঠের লড়াইয়ে আগে ব্যাট হাতে নেমেছে তামিম-মুশফিকরা। কাতুনায়েকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডের দুই দিনের এ প্রস্তুতি ম্যাচ শেষে ২১ জনের প্রাথমিক দল থেকে ১৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

মুমিনুলের সবুজ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

তামিমের লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ ও একজন সাপোর্ট স্টাফ।

এ সম্পর্কিত আরও খবর