ব্যাট হাতে ঝলক দেখালেন বাবর আজম। পেলেন দাপুটে এক সেঞ্চুরি। তার সঙ্গে ব্যাটিং দৃঢ়তায় অপরাজিত এক হাফ-সেঞ্চুরি উপহার দিলেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটিং জাদুতে তৃতীয় টি-টোয়েন্টি ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। এবং সেটা ১২ বল হাতে রেখেই। দুরন্ত রেকর্ড গড়া এ জয়ে চার ম্যাচের সিরিজে ফের এগিয়ে গেল সফরকারীরা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে জানেমান মালান ও এইডেন মার্করামের জোড়া হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের লড়াকু পুঁজি গড়ে। মালান ৫৫ ও মার্করাম ৬৩ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সেরা বাবর আজমের সেঞ্চুরি আর ওপেনার মোহাম্মদ রিজওয়ানের অর্ধ-শতকে এক উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ২০৫ রান তুলে ফেলে পাকিস্তান। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি পাকিস্তানের।
৫৯ বলে ১৫ বাউন্ডারি আর চার ছক্কায় ১২২ রানের চমৎকার এক ইনিংস খেলেন ক্যাপ্টেন বাবর আজম। বিরাট কোহলিকে টপকে ওয়ানডের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হওয়ার সুখবরটা করেন উদযাপন। এটি তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন বাবর।
বাবরের ওপেনিং পার্টনার রিজওয়ান ৪৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৩* রানের হার না মানা অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলেন।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন সফরকারী পাকিস্তান।