দুর্নীতিতে জড়িয়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। আইসিসি'র দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভেঙে শাস্তিটা পেলেন জিম্বাবুয়ের সাবেক এ ক্যাপ্টেন।
আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল, আইপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্ট্রিকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বেশিরভাগই ২০১৭ ও ২০১৮ সালের। কোচিং স্টাফে থেকে দলের বিভিন্ন তথ্য দিয়ে জুয়াড়িদের সাহায্য করেছেন তিনি।
শুরুতে অভিযোগ অস্বীকার করলেও আইসিসি'র তদন্তে সত্য বেরিয়ে এলে শেষে দোষ স্বীকার করে নেন।
হিথ স্ট্রিক বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত।