জোহানেসবার্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অতিথি পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং সেটা ৩৬ বল হাতে রেখেই।
এ জয়ে চার ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল প্রোটিয়ারা।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামতেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরেন ম্যাচ সেরা জর্জ লিন্ডে ও লিজাড উইলিয়ামস। বল হাতে তোপ দাগিয়ে দুজনে তিনটি করে উইকেট তুলে নিলে ৯ উইকেটে ১৪০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
৫০ বলে ৫ বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করে ফেরেন ক্যাপ্টেন বাবর আজম। ৩২ রান যোগ করেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
জবাবে এইডেন মার্করামের অর্ধ-শতকের ওপর ভর করে ৪ উইকেটের বিনিময়ে ১৪ ওভারেই লক্ষ্য (১৪১ রান) ছুঁয়ে ফেলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
৩০ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪ রানের দুরন্ত এক ইনিংস খেলেন মার্করাম। ৩৬* রানের হার না ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন অধিনায়ক হেইরিচ ক্লাসেন।