চার ম্যাচ খেলেই সফর শেষ করতে হলো দক্ষিণ আফ্রিকা ইমার্জি নারী দলের। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশে ১৪ এপ্রিল, বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এ কারণে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচটি বাতিল করা হয়েছে।
নতুন করে সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। সেক্ষেত্রে সিরিজ শেষ করলে বাংলাদেশে আটকা পড়ে যাবে প্রোটিয়া মেয়েরা। এজন্য ১৩ এপ্রিল, মঙ্গলবার ভোর ৪টায় দেশের উদ্দেশে রওয়ানা হবে দক্ষিণ আফ্রিকান মেয়েরা।
মঙ্গলবার, ১৩ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে সেটা বাতিল করা হয়েছে। দুদেশের ক্রিকেট বোর্ড আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচই জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার, ১১ এপ্রিল নিগার সুলতানা জ্যোতির দুরন্ত সেঞ্চুরিতে চতুর্থ ওয়ানডেতে অতিথি দক্ষিণ আফ্রিকার মেয়েদের ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।