করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মাঝখানে হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া টুর্নামেন্টের ষষ্ঠ আসর। ১ জুন থেকে শুরু হবে প্রতিযোগিতার বাকি অংশ।
২০ ফেব্রুয়ারি পর্দা উঠে পিএসএলের। ১৪টি ম্যাচ খেলার পর মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য আসর স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২২ মে থেকে আসরের ক্রিকেটার ও স্টাফরা সাত দিনের কোয়ারেন্টিনে থাকবেন। সুরক্ষা বলয়ে থেকে খেলা শুরুর আগে মিলবে তিন দিনের অনুশীলনের সুযোগ।
বাকি থাকা টুর্নামেন্টের ২০ ম্যাচের সবগুলোই হবে করাচিতে। ২০ জুনের ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।