নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে দীপ্তি ছড়িয়ে হাঁকান দুরন্ত এক সেঞ্চুরি। পরে বল হাতে ঘূর্ণি জাদু দেখান ফাহিমা খাতুন। দুজনের ব্যাট-বলের নৈপুণ্যে চতুর্থ ওয়ানডেতে অতিথি দক্ষিণ আফ্রিকার মেয়েদের ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। এনিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিরা সিরিজে পেল টানা চতুর্থ জয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্যাপ্টেন নিগারের শতকের ওপর ভর করে মাত্র ৪ উইকেটের বিনিময়ে ২৩৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে বাংলাদেশের মেয়েরা। ম্যাচসেরা নিগার খেলেন ১৩২ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ১০১* রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংস। এনিয়ে সিরিজে দ্বিতীয়বারের মতো জাদুকরী তিন অঙ্কের দেখা ফেলেন নিগার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও একই সমান রানে ছিলেন অপরাজিত। তার দলীয় স্কোরে সোবহানা মোস্তারি ৪৫ ও মুর্শিদা খাতুন ৪১ রান যোগ করেন।
লেগ স্পিনার ফাহিমা খাতুন একাই চার উইকেট নিলে ২৩৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.৫ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া কন্যারা। সফরকারী দলের হয়ে ব্যাট হাতে একাই লড়ে গেছেন আন্নেকে বোস। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে কোনো ব্যাটসম্যানই সেভাবে তাকে সঙ্গ দিতে পারেননি। ৮১ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কার মারে ৬৩ রান সংগ্রহ সাজঘরে ফেরেন বোস।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দেশের মেয়েরা শেষ করল ৪-০ ব্যবধানে জিতে। মঙ্গলবার, ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলার কথা থাকলেও লকডাউনের কারণে ম্যাচটি না খেলে আগেই ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দুদেশের ক্রিকেট বোর্ড আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।