শুধু মাঠের ক্রিকেট দিয়েই নয়। ডোয়াইন জন ব্রাভো ভক্ত-সমর্থকদের কাঁপিয়েছেন অসাধারণ নাচে-গানের তালে। ডিজে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ মিউজিক ভিডিও তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
এবার নাচে-গানে ভক্ত-অনুরাগীদের মাতালেন আরেক ক্যারিবিয়ান ক্রিকেট সুপারস্টার ক্রিস গেইল। বিস্ফোরক ব্যাটসম্যান আনকোরা এক মিউজিক ভিডিও দর্শকদের উপহার দিয়ে বিনোদন জগতে ঘটালেন নতুন এক বিস্ফোরণ।
মিউজিক ভিডিওতে ‘ইউনিভার্স বস’ ভারতীয় র্যাপার এমিওয়ে বান্টাইয়ের সঙ্গে কেবল কণ্ঠ মেলাননি। মোহনীয় সুরের তালে গেয়ে নেচেছেন চমৎকার দক্ষতায়।
ক্রিকেট মহাতারকা গেইলের ‘জ্যামাইকা টু ইন্ডিয়া’ মিউজিক ভিডিওটি আজ রোববার, ১১ এপ্রিল দুপুরে রিলিজ পেয়েছে ‘গালি বয়’ হিন্দি সিনেমার ‘আসলি হিপ হপ’ গান খ্যাত গায়ক এমিওয়ে বান্টাইয়ের ইউটিইব চ্যানেলে।
ভিডিওটি ইউটিউবে ছাড়তেই ব্যাপক দর্শক সাড়া পেয়েছেন মেগাস্টার গেইল। রীতিমতো ভাইরাল হয়েছে তার মিউজিক ভিডিও।
Jamaica to India... Video releasing tomorrow 11th April on @emiway_bantai YouTube channel at 11am IST and 12:30am Jamaica time. Let’s Goooo ?? x ??
— Chris Gayle (@henrygayle) April 10, 2021
Music: @tonyjames7670
DOP: @harshbirp
Poster by: @officialamitkumawat#jamaica2india#malumhaina#richlife pic.twitter.com/RMChBvanBR
মিউজিক ভিডিও রিলিজের সুখবরটা গেইল অনুসারীদের দিয়ে রেখেছিলেন আগেই। নিজের অফিসিয়াল টুইটার পেজে গতকাল শনিবার, ১০ এপ্রিল দিয়ে রাখেন তার ঘোষণা।
Jamaica ?? To India ?? Out NOW!! https://t.co/3CMyaKnhKH pic.twitter.com/H4CihvDlz8
— Chris Gayle (@henrygayle) April 11, 2021
আজ দুপুরে নতুন টুইট বার্তায় জুড়ে দেন মিউজিক ভিডিও’র ট্রেলার। ফ্যানদের প্রতি ভিডিও উপভোগের অনুরোধ রেখে গেইল সঙ্গে দিয়েছেন ইউটিউব লিঙ্ক।