টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল পাকিস্তান। প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে দিল অতিথিরা। এবং সেটা এক বল হাতে রেখেই।
এনিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের সেঞ্চুরি গড়ল পাকিস্তান। সুপার ওভারে আসা জয় বাইরে রেখেই কৃতিত্বটা স্পর্শ করল সফরকারীরা। এক্ষেত্রে সবার ওপরে পাকিস্তান। ৮৮ জয় দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চির শত্রু ভারত। আর চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক বাবর আজমের দল।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে এইডেন মাকরাম (৫১) ও ক্যাপ্টেন হেইনরিচ ক্লাসেনের (৫০) জোড়া হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮৮ রান তুলে প্রোটিয়ারা।
জবাবে ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ানের হার না মানা অর্ধ-শতকের ওপর ভর করে ৬ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্য ১৮৯ ছুঁয়ে ফেলে পাকিস্তান। ৫০ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থেকে যান রিজওয়ান।