করোনাভাইরাস আরও শক্তি নিয়ে সারা বিশ্বে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ভয়ঙ্কর ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। কিন্তু তারপরও স্বাগতিক দেশটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী আইসিসি। এবং সেটা আগের সূচি অনুযায়ী-ই।
তবে ভারতের মাটিতে টুর্নামেন্টটি আয়োজন করতে না পারার শঙ্কাটা থেকেই যাচ্ছে। যে কারণে ভারতের বিকল্প আয়োজক ঠিক করার কথাও ভেবে রেখেছে ক্রিকেট দুনিয়ার নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বিকল্প আয়োজক নিয়ে বলেন, 'হ্যাঁ, বিকল্প পরিকল্পনা রয়েছে। তবে এখনই সে পথে হাঁটছি না আমরা। কারণ, আগের সূচিতেই ভারতে টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছি আমরা।'
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা রয়েছে আসরটি।