সারা বিশ্বে হঠাৎ করেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বাড়ছে মৃত্যু হার যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ভয়ঙ্কর হয়ে উঠা করোনার সংক্রমণ ঠেকাতে ১৮ দফা বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। তার অংশ হিসেবে স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।
এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু ২৯ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে আজ বৃহস্পতিবার, ১ এপ্রিল। করোনার কারণে পিছিয়ে গেল ছয় রাউন্ডের এ টুর্নামেন্টে।
আসরের তৃতীয় রাউন্ডের খেলা হওয়ার কথা ছিল বিকেএসপি'তে। কিন্তু করোনা সংক্রমণ রুখতে কক্সবাজারে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তার সঙ্গে অনেক ক্রিকেটার করোনায় পজিটিভ হয়েছেন ইতোমধ্যে। সেজন্য টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।