টস জিতে বোলিংয়ে পঞ্চপাণ্ডব হীন বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 09:05:22

টস ভাগ্য সহায় হয়েছে ক্যাপ্টেন লিটন দাসের। মাহমুদউল্লাহ রিয়াদের পর টস জিতলেন তিনিও। তবে কন্ডিশনের কথা চিন্তা করে বোলিং বেছে নিয়েছেন আপদকালীন এ অধিনায়ক।

বাংলাদেশ সময় ২টা ১০ মিনিটে ব্যাট হাতে নামবে নিউজিল্যান্ড। ম্যাচ হবে দশ ওভারের। পাওয়ারপ্লে হবে তিন ওভার।

দীর্ঘ ১৫ বছর পঞ্চপাণ্ডবকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা ছিলেন না স্কোয়াডেই। সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরেই যাননি। ওয়ানডে সিরিজ শেষে ছুটি নিয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমের পর ইনজুরি মাঠের লড়াইয়ে দর্শক বানিয়ে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তাই আজ অকল্যান্ডের ইডেন পার্কে টাইগারদের নেতৃত্ব দিবেন লিটন দাস। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০১৮ সালের আগস্টের পর এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন। মাহমুদউল্লাহর সঙ্গে দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

নিউজিল্যান্ডের দলেও পরিবর্তন এসেছে দুটি। হামিশ বেনেট ও ইশ সোধির বদলে একাদশে ঢুকেছেন টড অ্যাস্টল ও লকি ফার্গুসন। 

প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে আজ বৃহস্পতিবার, ১ এপ্রিল জিততেই হবে টাইগারদের।

এ সম্পর্কিত আরও খবর