অমিত মজুমদারের (৮৯) সঙ্গে হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন জিয়াউর রহমানও (৬৪)। তবে বল হাতে ফের পেস ঝড় তুলেন মুকিদুল ইসলাম। একাই প্রতিপক্ষের ৬ উইকেটে ফেলে দেন। দাপুটে বোলিংয়ে এনসিএলে দুই ইনিংস মিলে মুকিদুল নিজের থলেতে পুরেন ১২ উইকেট।
যে কারণে অমিত-জিয়ার ব্যাটিং দৃঢ়তার পরও দ্বিতীয় ইনিংসে খুলনা ২৫৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে রংপুরের সামনে এখন জয়ের হাতছানি। ১১৭ রান করতে পারতেই ধরা দিবে জয়।
জয়ের জন্য সহজ লক্ষ্যটা সামনে রেখে তৃতীয় দিনের শেষ দিকে ব্যাট হাতে মাঠে নামে রংপুর। কোনো উইকেট না হারিয়ে ১৬ রান তুলে ফেলেছে তারা।