টাইগারদের কাছে ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 05:09:10

ক্রিকইনফো বলছিল, বৃষ্টি আইনে ১৬ ওভারে লাল-সবুজের প্রতিনিধিদের টার্গেট হওয়ার কথা ১৭১। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দেন, জেতার জন্য ১৬ ওভারে বাংলাদেশকে সংগ্রহ করতে হবে ১৪৮। কিন্তু এটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিল সবাই। নিশ্চিত লক্ষ্য জানতে অপেক্ষার প্রহর তখনো শেষ হচ্ছিল না। লক্ষ্য ঠিক করতে ম্যাচ অফিসিয়ালরা তখনো আলোচনায় ব্যস্ত।

কিন্তু ততক্ষণে খেলা শুরু হয়ে গেছে। টার্গেট না জেনেই ব্যাট চালিয়ে চলেছে অতিথিরা। ইনিংসের দ্বিতীয় ওভারের মাঝেই পাল্টে গেল টাইগারদের লক্ষ্য। ১৬ ওভারে তাদের করতে হবে ১৭০। কিন্তু ইতোমধ্যে নয় বল খেলা শেষ। ম্যাচ অফিসিয়ালদের মারাত্মক ভুলে নতুন করে ব্যাটিং প্ল্যান দাঁড় করাতে হয় মাহমুদউল্লাহদের। যা ছিল খুবই কঠিন। বিতর্কের এখানেই শেষ নয়। ১৩ ওভার পর ফের জানানো হয়, টাইগারদের জিততে হলে করতে হবে ১৭১।

ফল যা হওয়ার সেটাই হয়েছে। অজানা লক্ষ্যে ব্যাট চালিয়ে জয়টা অধরাই রয়ে গেছে। ডি-এল মেথডে ২৮ রানে হেরে সিরিজটাও হাতছাড়া হয়েছে টাইগারদের।

অপ্রত্যাশিত এমন দৃষ্টিকটু ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এনিয়ে দুদলের সঙ্গেই কথা বলেছেন। ভুল স্বীকার করে তিনি বলেন, ডি-এল মেথডে লক্ষ্যটা খেলা শুরুর আগেই জানানো উচিত ছিল। দুদলের কাছে ক্ষমা চাওয়ার খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের নির্ভরযোগ্য একটি সূত্র।

এ সম্পর্কিত আরও খবর