রাজশাহীর জয়, আরিফুলের সেঞ্চুরি মিস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 05:47:48

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাত্র দুই দিনেই জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগকে ইনিংস ও ৯ রানে হারিয়েছে তারা।

বরিশাল প্রথম ইনিংসে ৮২ রান তুললেও দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৬০ রান। তাদের দুই ইনিংসের মাঝে ১৫১ রানের পুঁজি গড়ে রাজশাহী। তাতেই ধরা দেয় জয়।

ম্যাচের প্রথম দিন পড়ে যায় ২১ উইকেট। রাজশাহীর সানজামুল ইসলাম নেন ১০ উইকেট।

অন্য দিকে খুলনা বিভাগের বিপক্ষে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আরিফুল হক। ১১ চারে ১৬৪ বলে খেলেন তিনি ৯৭ রানের চমৎকার এক ইনিংস। আর নাসির হোসেন খেলেছেন ৬৬ রানের দাপুটে এক ইনিংস।

আরিফুল-নাসিরের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে রংপুর তুলেছে ৩৬৪ রান। খুলনার হয়ে চার উইকেট নেন মাসুম খান।

আর সিলেট বিভাগের জাকির হোসেনের (১৫৯) সেঞ্চুরির জবাব দিচ্ছেন ঢাকা বিভাগের শুভাগত হোম। ৮৯* রান নিয়ে এখনো উইকেটে টিকে আছেন তিনি। দ্বিতীয় দিন শেষে ঢাকার পুঁজি দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৩৯।

ঢাকা মেট্রোর বিপক্ষে পিনাক ঘোষের শতকে (১৫৯) আর শাহাদত হোসেনের (৫৩) অর্ধ-শতকে ৮ উইকেটে ৪০২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ। জবাবে জাহিদুজ্জামান (৪৬) ও শামসুর রহমানের (৬৮) ব্যাটে ঢাকা মেট্রো দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে রান তুলেছে ১৩২।

এ সম্পর্কিত আরও খবর