মেয়েদের টেনিসের আকাশে নিজের জায়গা আরও পোক্ত করলেন নাওমি ওসাকা। জিতলেন ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। ফাইনালে মার্কিন প্রতিপক্ষ জেনিফার ব্র্যাডিকে হারিয়ে জাপানি স্টার খেলোয়াড় ফের ঘরে তুললেন অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওসাকা চ্যাম্পিয়ন হলেন বছরের প্রথম মেজর টুর্নামেন্টে। প্রথমবার জেতেন ২০১৯ সালে। বাকি দুই গ্র্যান্ড স্ল্যাম এসেছে ইউএস ওপেন (২০১৮ ও ২০২০ সালে) থেকে।
কোর্টের লড়াইয়ে ওসাকাই ছিলেন ফেভারিট। জিতলেন ঠিক তেমন ভঙ্গিতেই। পুনরুদ্ধার করলেন মেলবোর্নের রাজত্ব। গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে অজেয় থাকার রেকর্ড ধরে রাখা ওসাকা মেলবোর্নে উৎসব করলেন সরাসরি সেটে ৬-৪ ও ৬-৩ গেমে জিতে। চারবার ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া করেননি একবারও।