২২ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন মিস ফেদেরারের

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 05:10:04

অস্ট্রেলিয়ান ওপেনে দাপট দেখিয়েছেন টানা ২১ বছর। কৃতিত্বটা বাড়িয়ে ২২ বছরে নিয়ে যেতে চেয়েছিলেন টেনিস দুনিয়ার সুপারস্টার রজার ফেদেরার। দেখেছিলেন হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে নতুন বছরে মেলবোর্নে খেলার স্বপ্ন। কিন্তু শেষপর্যন্ত স্বপ্নটা তার স্বপ্নই দেখে যাচ্ছে আসরের ষষ্ঠবারের চ্যাম্পিয়ন ফেদেরারের। টেনিস মহাতারকা ক্যারিয়ারে এই প্রথম মিস করতে যাচ্ছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট।

চলতি বছর দুবার চিকিৎসকদের ছুরি-কাঁচির নিচে গেছেন ৩৯ বছরের সুইস তারকা। যে কারণে জানুয়ারির পর কোর্টের লড়াইয়েই ফিরতে পারেননি ২০বারের এ মেজর ট্রফি জয়ী।

ফেব্রুয়ারিতে ফেদেরার আর্থোস্কোপিক সার্জারি করান ডান হাঁটুতে। তার ধকল কাটিয়ে জুলাইতে খেলতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য জুনে ফের অস্ত্রোপচার করাতে হয়। ফলে ২০২০ সালের বাকি অংশটায় দর্শক হয়ে যান ফেদেরার।

ক্যারিয়ারের খারাপ সময়টা পিছনে ফেলে নতুন বছরে নতুন ভাবে জ্বলে ওঠে ফেরার স্বপ্ন দেখেছিলাম ফেদেরার। কিন্তু অস্ত্রোপচারের ধকল যে এখনো সারিয়ে উঠতে পারেননি। যেকারণে আগামী ফেব্রুয়ারিতেও তার খেলার পরিকল্পনাটা আলোর মুখ দেখতে পারবে না।

করোনা মহামারীর কারণে ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে দিয়েছে আয়োজকরা। মেলবোর্নে টেনিসের এ মেজর আসর বসতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে।

এ সম্পর্কিত আরও খবর