ফ্রেঞ্চ ওপেনে নিজের আগ্রাসনটা অব্যাহত রেখেছেন রাফায়েল নাদাল। দাপুটে পারফরম্যান্সে এবারও পৌঁছে গেছেন ফাইনালে।
শেষ চারের লড়াইয়ে আর্জেন্টাইন প্রতিপক্ষ দিয়েগো শোয়ার্টজম্যানকে ৬-৩, ৬-৩ ও ৭-৬ (৭-০) গেমে হারিয়ে স্প্যানিশ সুপারস্টার ছিনিয়ে নিয়েছেন ফাইনালের টিকিট। এবার তার লক্ষ্য ক্লে-কোর্টে মেজর ট্রফি জয়ের রেকর্ডটা বাড়িয়ে ১৩ তে নিয়ে যাওয়া।
রোলাঁ গারোতে নাদালের রেকর্ডটা কিন্তু দুর্দান্ত। এর আগে ১২ বার ফাইনালে উঠে ১২ বারই শিরোপা জিতে নিয়েছেন। আসরের সর্বশেষ টানা তৃতীয়বারের শিরোপা জয়ীও তিনি। ক্যারিয়ারে লাল দুর্গের এ টুর্নামেন্টে হেরেছেন মাত্র তিনবার। আর এবারের আসরে কোনো সেটই এখনো পর্যন্ত হারেননি।
রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচে ১৯ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালের প্রতিপক্ষ ১৭ মেজর ট্রফির মালিক সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। দুজনের মধ্যকার ৫৬তম কোর্টের লড়াই উপভোগ করতে মুখিয়ে আছেন টেনিস প্রেমীরা।